রাজশাহী প্রতিনিধি।।
রাজশাহী কলেজে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। এসময় প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, করোনার কারণে অনেক শিক্ষার্থী মানসিক ভাবে ভেঙে পড়েছে। তাদেরকে সঠিক পরামর্শ দেয়াই আমাদের উদ্দেশ্যেই এই স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মানসিক স্বাস্থ্য সেবা দিওয়ার মধ্যে দিয়ে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষে এই মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করলো রাজশাহী কলেজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।