রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী, মাদক পাচারকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ও রাঙামাটি শহরে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যাক্তিদের শুক্রবার দুপুরে রাঙামাটি কোতয়ালী থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
আসামীরা হলেন দুই মামলার সাজাপ্রাপ্ত দুই মামলার পরোয়ানাভুক্ত মো. হাসেম উদ্দিন, দুই মামলার পরোয়ানাভুক্ত শাহানাজ বেগম, জসিম উদ্দিন, সান্টু চৌধুরী, নাজমা বেগম, সীমা বেগম।
অভিযানে দুই জন আসামীর কাছ থেকে ২৪ লিটার মদ উদ্ধার করে পুলিশ। এ সময় রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী বলেন,আইনী প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে তোলা হবে।