মেরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে যুবকের প্রেমের টানে সিলেট শহরের রাবিয়া বরসি মৌ নামের এক তরুনীর মোরেলগঞ্জে চলে এসেছেন।
মোরেলগঞ্জের ছেলে মেহেদী হাসান সাব্বির নামের এক যুবকের সাথে প্রেমের টানে ঢাকায় ছুটে আসেন । গত ২৮ অক্টোবর সিলেট শহর তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান সাব্বির এর সাথে প্রেমের টানে ঢাকায় ছুটে আসেন ওই তরুণী। সেখান থেকে ২৯ অক্টোবর মোরেলগঞ্জে ছেলের নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় তারা। পৌছানোর পর গত ২ নভেম্বর তাদের বিয়ে সংঘটিত হয় এবং তারা ছেলের বাড়িতে সংসার করতে হবে। ১৯ নভেম্বর শুক্রবার মেয়ের বাবা নুর ইসলাম জমাদ্দার তার মেয়েকে ফিরিয়ে নিতে এসে ব্যর্থ হয়।
স্থানীয় চেয়ারম্যান পঞ্চকরন ইউনিয়ের খারইখালি গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান সাব্বির (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায় চাকরির সুবাদে সিলেটে থাকতেন মেহেদী হাসান । সেখানে থাকাকালীন দু’বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। পরে ভালোলাগা ভালোবাসায় রুপান্তর হয়। সম্পর্ক এভাবে এগোতে থাকে। অবশেষে ওই তরুণী সিলেট শহর তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান সাব্বির এর সাথে প্রেমের টানে ঢাকায় ছুটে আসেন।ঢাকাতে কোন থাকার বন্দোবস্ত না হওয়ায় তারা দুজনেই ছেলের নিজ গ্রামের বাড়ি মোরেলগঞ্জের খারইখালিতে চলে আসেন। এর পর ছেলে মেয়ের মধ্যে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন করা হয়। মেয়ের বাবা বিষয়টি জানতে পারলে চলতি মাসের ১৯ তারিখে মেয়ের বাবা নুর ইসলাম জমাদ্দার তার মেয়েকে নিজ বাড়িতে ফিরেয়ে নিতে পঞ্চকরন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মজুমদারকে অবগত করেন।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, আমি তার মেয়েকে বাবার হাতে তুলে দিয়েছিলাম কিন্তু মেয়ের বাবা তার মেয়েকে নিতে ব্যর্থ হয়েছেন।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com