নিজেস্ব প্রতিবেদকঃ-
যশোরে পৃথক অভিযানে ৩০১ বোতল ফেনসিডিল, ৫২৫ গ্রাম গাঁজা ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধারসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৪ জানুয়ারী) ভোর রাত অবধি পৃথক তিনটি অভিযানে এ মাদক সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আলম হোসেন (৩০), শার্শা থানার গোপীনাথপুর বটতলা গ্রামের মৃতঃ আব্দুল শুকুরের ছেলে আব্দুল অহেদ (৫২), একই এলাকার আব্দুল বারেকের ছেলে স্বপন হোসেন (৩৩) ও যশোর কোতোয়ালি থানার রুপদিয়া পূর্বপাড়ার মৃতঃ সুধীর বিশ্বাসের ছেলে চিত্ত রঞ্জন বিশ্বাস (৬০)। ডিবি জানায়, মাদক পাচারকারীরা মাদক পাচার করছে, এমন গোপন খবরে, ডিবি যশোরের এসআই শফি আহমেদ রিয়েল একটা চৌকস টিম নিয়ে রাত বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা সাকিনস্থ পাপড়াতলা চার রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল সহ আলমকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫ লক্ষ টাকা। অপরদিকে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম একটা চৌকস টিম নিয়ে শার্শা থানার গোপীনাথপুর সাকিনস্থ কাশিপুর বাজার টু পাকশিয়া বাজারগামী রোডে বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল অহেদ ও স্বপন হোসেনকে ৫১ বোতল ফেনসিডিল সহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ ২ হাজার টাকা। অপর এক অভিযানে, ডিবি যশোরের এসআই মফিজুল ইসলাম, একটা চৌকস টিম নিয়ে কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া ডালমিল সাকিনস্থ যশোর শহর থেকে চাচঁড়াগামী রাজা বরদাকান্ত রাস্তার চোরমারা দিঘীর দক্ষিণ পাশে জনৈক নূরে আলম বাবুর চায়ের দোকানের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী চিত্ত রঞ্জন বিশ্বাসকে ৫২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৮৫ হাজার টাকা উদ্ধারসহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫ হাজার টাকা। যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, এ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।