যশোর প্রতিনিধি :
যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্সা বোর্ডের আইন উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোর্কারম হোসেন। সমাপণী দিবসে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জনতা ব্যাংক যশোর’র এজিএম এম,এ করিম, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অহেদুর রহমান, ভৈরব যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ সেলিমুল আযম, শিক্ষনুরাগী ও আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক তত্বাবধানে এবং সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়া সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক শেখ গফ্ফার রহমান, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ।