ডেস্কঃ-
ময়মনসিংহের হালুয়াঘাটে দুলাল মিয়া (৭১) নামের এক বৃদ্ধকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে গাজির ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ওই ইউনিয়নের তেঁতুলিয়া এলাকা থেকে বৃদ্ধকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে বেঁধে মারধর করেন তিনি। ভুক্তভোগী দুলাল মিয়া ওই গ্রামের মৃত আসমত আলী ফকিরের ছেলে।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দুলাল মিয়ার ফসলি জমি থেকে মাটি নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান। এনিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গাড়িতে তুলে ওই বৃদ্ধকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান দেলোয়ার হোসেন। সেখানে গ্রাম পুলিশের সহযোগিতায় বেঁধে তাকে পিটিয়ে আহত করেন। পরে স্বজনরা দুলাল মিয়াকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, দুলাল মিয়া সরকারি কাজে বাধা দিয়ে আমার গায়ে হাত তোলেন। পরে গ্রাম পুলিশ তাকে আমার গাড়িতে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ভয় দেখানোর জন্য সেখানে লাঠি দিয়ে কয়েকটা আঘাত করেছি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় রাতেই দুলাল মিয়া মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।