রাজশাহী প্রতিনিধি।।
দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে Early Warning System (EWS) Project এর আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের জনগোষ্ঠীর সাথে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক একটি ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়। ৬ সেপ্টেম্বর, ২০২১ এ অনুষ্ঠিত সংলাপটির প্রতিপাদ্য বিষয় ছিল “ধর্মীয় স্বাধীনতা, শান্তিনির্মাণ এবং সহনশীলতায় ধর্মীয় নেতাদের ভূমিকা।” সংলাপটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের ইআরইউ সদস্য সদরুল ইসলাম ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনিচার্জ তৌহিদ ইসলাম, অফিসার ইনিচার্জ (তদন্ত) তৌহিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মোহনপুর উপজেলার ফিল্ডসুপার ভাইজার জাহাঙ্গীর আলম, মোহনপুর হিন্দুবৌদ্ধ ঐক্যপরিষদের সভাপতি সুরঞ্জীত সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজগোবিন্দ পাল, এডভোকেট শহিদুল ইসলাম, প্রভাষক রোকসানা মেহবুব চপলা, দি এশিয়া ফাউন্ডেশন এর সিনিয়ার প্রোগ্রাম অফিসার জিলহাজ আজম, Early Warning System (EWS) Project এর সিনিয়ার প্রজেক্ট অফিসার, মাহমুদা সুলতানা; প্রজেক্ট অফিসার, মোশাররফ হোসেন; ও মিতারানী সরকার; প্রকল্পের মোহনপুর উপজেলার ফিল্ড এ্যাসিসটেন্ট দুলোনী থাতুন। এছাড়াও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা ও নারীসহ মোট ৩০ জন আলোচক উক্ত সংলাপে উপস্থিত থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।