সুমন,স্টাফ রিপোর্টারঃ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।আজ ষষ্ঠী পূজার মধ্যে দিয়েই শুভ সূচনা হলো এ দুর্গাপূজার।
বুধবার(৯অক্টোবর)মহাষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হলো দুর্গাপূজা। ঢাকঢোল আর কাঁসর বাদ্যে দেবীর বোধনপূজার মধ্যদিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ।পাঁচ দিনের এই উৎসবে বুধবার ষষ্ঠী তিথিতে দেবীর অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা। চণ্ডীপাঠ, ঢাকের বাদ্যে, শঙ্খের শব্দ আর উলুধ্বনিতে মর্ত্যে আমন্ত্রিত হবেন দেবী দুর্গা। দেবীকে বরণ করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। এবারও অনেক দর্শনার্থীর সমাগম হবে বলে আশাবাদী আয়োজকেরা।
এদিকে,শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য মোংলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।