নিজস্ব প্রতিবেদক।।
শুভ শ্যামাপূজা ও দীপাবলি আজ। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শ্যামাপূজা বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মোংলার বুড়িরডাঙ্গা কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি পূজা অনুষ্ঠিত হয়েছে। সকল ভক্তরা আজ মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজার্চনা করবেন।
একই সাথে ঘরে ঘরে প্রদীপ জ্বেলেও আয়োজন করা হবে এই দীপাবলি উৎসবের। দীপাবলী-আলোর উৎসব। প্রাচীন প্রথা অনুসারে দীপাবলির সন্ধ্যায় তেল দিয়ে সহস্র মাটির প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। দীপাবলি ও শ্যামাপূজায় দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।
জানা যায়, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত এ শ্যামাপূজা বা দীপাবলি অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের মন্দির ঘরে ঘরে সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি।
এ পূজাকে কেন্দ্র করে কালীবাড়ি পূজা মন্ডপ সাজানো হয়েছে আলোকসজ্জায়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন পূজাতে।
এই দীপাবলি ও কালীপূজায় ভক্তরা মায়ের কাছে সকলের সুস্থতা,দেশের কল্যান ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।