সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ড বদরপুর গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ মাদক সম্রাট খলিল (৫৫) কে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চৌকস টিম। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন স্থানে জটিকা অভিযান চালিয়ে কালিকাপুর গ্রামের ছিদ্দিক (৩৫) কে গাঁজা সেবনের সময় আটক করেন।অভিযান পরিচালনা করেন বরিশাল জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমান, সাইফুল আলম,এসআই কাওসার ও জাফর খন্দকার সহ ৮/১০ জনের টিম। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ।