মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠার্বাষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধস্থলে সমবেত হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন. মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আমহেদ সেলিম তালুকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, মহিলা দলের নেত্রী চৌধুরী শরীফা নাসরিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহামুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শিপন, সদস্য সচিব মো: রবীন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।