সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
আজ দিনভর মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত গরীব, দুঃখী, মেহনতি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন মানবিক নেতা বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় সাংসদ পংকজ নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। মুজিববর্ষের অঙ্গীকার অনাহারে থাকবেনা একটিও পরিবার। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ থাকবে বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার ইউপি চেয়ারম্যান আবদুল জলিল, কাজী শহীদুল ইসলাম, মনির হাওলাদার, আবদুল কাদের ফরাজি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।