সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর নির্দেশনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর আজ। ১৯৯৭ সালের আজকের এই দিনে বিশ্ব মানবতার মা, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাকে অখন্ড রাখার জন্য পার্বত্য অঞ্চলের স্বায়ত্তশাসন চাওয়া জনগোষ্ঠীর সাথে সমঝোতার জন্য তৎকালীন জাতীয় সংসদের চীফ হুইপ জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে দায়িত্ব অর্পন করেন এবং প্রধানমন্ত্রীর দেওয়া সেই গুরুদায়িত্ব সাফল্যের সাথে পালন করে দুই জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তির নেত্রী শেখ হাসিনা ও আবুল হাসানাত আবদুল্লাহ-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।