মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ
মেহেন্দিগঞ্জ দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামাল দেওয়ান (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা জানান, ৪নং ওয়ার্ডের বাসিন্দা বাচ্চু দেওয়ান গংদের সাথে জামাল দেওয়ান গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। এরই জের ধরে আজ শুক্রবার সকালে বাচ্চু দেওয়ান গংরা বিরোধী জমি দখল করতে গেলে জামাল দেওয়ান গংরা বাঁধা দেয়। এসময় বাচ্চু দেওয়ান ও তার ছেলে ছিদ্দিক দেওয়ানের নেতৃত্বে ৮/১০ জনের কথিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এই হামলায় সেলিম দেওয়ান (৪২) নামের আরো এক যুবক আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আহতদের পরিবার।