নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আন্ত:বিভাগ ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
আজ বিকেল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন কমডোর মোঃ আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের মেন্টর উইং কমান্ডার মো: তামজিদ আল আরাফাত ও ক্লাবের কো অর্ডিনেটর মো: এমরানুল হক।
তিন দিনব্যাপী এই আন্ত:বিভাগ ফুটসাল টুর্নামেন্ট প্রতিদিন বিকেল তিনটায় মিরপুরের সাগুফতা এলাকার স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হবে। ৫ টি বিভাগের ৫ টি দল এ খেলায় অংশগ্রহণ করবে। এছাড়া মেয়েদের হ্যান্ডবল খেলারও আয়োজন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। আগামী বুধবার (২৯ জানুয়ারি) এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
টুর্নামেন্টের প্রথম দিনে আজ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ডিপার্টমেন্ট (ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগ, নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ, পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগ, মেরিটাইম ল এন্ড পলিসি বিভাগ ও মেরিন ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার বিভাগ) এর সমন্বয়ে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচই ছিল রোমাঞ্চকর এবং দর্শকদের মন জয় করার মতো।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ম্যাচে মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের খেলোয়াড়রা নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং এর খেলোয়াড়দের ১-০ গোলে পরাজিত করে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচে ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগের খেলোয়াড়দের সাথে পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগ, মেরিটাইম ল এন্ড পলিসি বিভাগের সাথে মেরিন ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার বিভাগ ও ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগের সাথে নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলায় কোন পক্ষই কোন প্রকার গোল করতে পারেনি।
দিনের সর্বশেষ অর্থাৎ পঞ্চম ম্যাচে মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগের সাথে পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেরিটাইম ল এন্ড পলিসি অসাধারণ গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের এমন উদ্যোগে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। স্থায়ী ক্যাম্পাস না থাকায় দীর্ঘদিন ধরে খেলার মাঠের প্রয়োজনীয়তা অনুভব করে আসছে শিক্ষার্থীরা। এমতাবস্থায় ভাড়া করা মাঠে এমন আয়োজনের কারনে সবার মাঝে খেলার আমেজ বিরাজ করছে।