নিজেস্ব প্রতিবেদকঃ-
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ডাকাতি চেষ্ঠা কালে ডাকাত সদস্য আটক হয়।জানাযায় প্রতিদিন মেঘনা নদীতে জেলে নৌকা সহ বিভিন্ন পন্যবাহী কার্গো জাহাজে একদল ডাকাত সদস্য হানা দেয় । ২৬ ই অক্টোবর মঙ্গলবার সকাল ৬ টার সময় বরিশাল গামী একটি বলগেডে ডাকাতি করে সবর্ত্র নিয়ে যায়।এই সংবাদ হিজলা নৌপুলিশ ফাড়ি পেয়ে তৎক্ষনিক ডাকাত দল কে দাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করে।এবং ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে হিজলা নৌপুলিশ ফাড়ির উপ পরিদর্শক আরিফ হোসেন জানায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেঘনা নদীর সংলগ্ন রহমানের খেয়াখাট এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল একটি বলগেডে ডাকাতি করছে।এ সংবাদ পেয়ে দ্রæত তাদের দাওয়া করে জসিম নামে একজনকে আটক করি। তিনি আরো জানান জসিমের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার বাবনেরচরে দুলু হাওলাদারের ছেলে।
গত ২৪ তারিখ রাতে একই স্থানে আরো দুটি ডাকাতি হয়েছে বলে জানান হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলার গাও গ্রামের বাদল সরদারের ছেলে সোহাগ সরদার।তিনি বলেন গত দুইদিন আগে ওই স্থানে আমার ট্রলারে ডাকাতি করে নগদ ২৫ হাজার টাকা সহ সবত্র লুট করে নিয়ে যায়।তিনি আটককৃত ডাকাত জসিমকে চিহ্নিত করতে পারছেন। ডাকাতি হওয়া এম ভি শুকরিয়া বলগেডের মালিক মোঃ স্বপন জানায় মেঘনা নদীতে প্রায় জাহাজের ষ্টাফরা ডাকাতদের হামলার শিকার হয়।ডাকাতদের ভয়ে জাহাজ নিয়ে নদীতে মাঝিরা যেতে চায় না।এভাবে চলতে থাকলে আমাদের জাহাজ নদীতে চালানো অসম্ভব হয়ে পরবে।এবং তিনি আরো জানায় ডাকাতির ঘটনায় মামলা দায়ের করবো