মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে থেমে থাকা মিনিবাসে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় অজ্ঞাত এক নারী (১৮) নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরোও ১১ জন। বুধবার ( ১৯ শে জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। তথ্য সুত্রে জানা যায়, গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শান্তিনগর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি তুলার কারখানার মিনিবাস শ্রমিকদেরকে নিয়ে দুপুর দেড়টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড হতে বাউশিয়ার পাখির মোর এলাকায় যাচ্ছিল। পথের মধ্যে বাসটি শান্তিনগর এলাকায় থামিয়ে যাত্রী উঠানামা করছিলো। এ সময় একটি সিমেন্ট বোঝাই লরি ঢাকা ( যার নং- মেট্রো শ -১৪-০৬৫০) পিছন দিক হতে মিনি বাসকে ধাক্কা দেয় এবং সিমেন্টবোঝাই লরি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী (১৮) নিহত হয় এবং ১১জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকাল ৩ টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ির ভেতর হতে মৃত অবস্থায় অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে গজারিয়া ভবেরচর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান জানান, অঞ্জাত এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে । যার বয়স আনুমানিক ১৮ বছর। নাম ঠিকানা যাচাই বাছাই চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আহতরা হলেন, মৌসুমি (২২) সীমা (২৮) নুরনাহার (৩৫) আকলিমা (১৫) হাসি (১৮) সাগর (২৫) রুপালি (১৬) পপি (১৮)আনোয়ারা (৪৮), ডালিয়া (১৮)।