মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জে সদ্য নিয়োগ প্রাপ্ত নিখোঁজ সেনা সদস্য মো. জাহিদ হোসেনের (২১) সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৬ ই ফেব্রুয়ারী রবিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রাম থেকে নিখোঁজ সেনা সদ্য মো. জাহিদ হোসেনের সন্ধানের দাবিতে মানব বন্ধন করে এলাকাবাসী।
তথ্য সুত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সদ্য নিয়োগ প্রাপ্ত সেনা সদস্য মো. জাহিদ হোসেন (২১) বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার কথা ছিলো। কিন্তু যোগদানের পূর্বেই গত ৩১শে জানুয়ারী সোমবার সকাল ৬টার সময় প্রতিদিনের মতই ব্যায়াম/হাঁটার) উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে জাহিদ এর পরিবার। কিন্তু ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন সন্ধান দিতে পারেনি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন জানান, নিখোঁজ জাহিদকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।