মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং চৌরাস্তায় হাওলাদার ফার্মেসী এন্ড সার্জিক্যাল ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। রবিবার দোকানের মালিক শান্ত হালদার থানায় লিখিত অভিযোগ করেন। তথ্য সুত্রে জানা যায়, শনিবার (৩০ অক্টোবর) রাতে দোকান মালিক শান্ত হালদার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন রবিবার (৩১ অক্টোবর) সকালে পাশের দোকানের মালিক আবু বকর তাকে মোবাইল ফোনে জানান দোকানের তালা খোলা। দোকান মালিক শান্ত এসে দেখতে পান দোকানের ক্যাশবক্সে থাকা নগদ ৬০ হাজার টাকা এবং প্রায় ৩ লক্ষ টাকার ওষুধ চুরি হয়েছে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার এসআই মোফাজ্জল করিম খাঁন জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চোরকে গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।