মুন্সীগঞ্জ প্রতিনিধি।। : মুন্সীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ই জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার মল্লিকের রায়দিঘি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার মুক্তারপুর এলাকার মল্লিকের রায়দিঘিতে বস্তাবন্দি কিছু একটা ভাসছিল। সেখান থেকে উৎকট পঁচা গন্ধ পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত মাে. রাজিব খান জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ওই লোকটিকে হত্যার পর গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।