নিজস্ব প্রতিবেদক।।
বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রদান স্থগিত করা হয়নি। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই চলতি আগস্ট মাসের মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়েছে। গত ২২ আগস্ট এই অর্থ ছাড় করা হয়।
‘মুক্তিযোদ্ধাদের ভাতা স্থগিত করা হয়েছে’ রবিবার (২৫ আগস্ট) এই ধরনের একটি তথ্য মানুষের মুখে ছড়িয়ে পড়ে। এতে সারা দেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা বিভিন্ন গণমাধ্যমের অফিসে ফোন করে এ বিষয়ে জানতে চান।
এ সম্পর্কে খবরের কাগজের পক্ষ থেকে গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান স্থগিতের সংবাদটি সঠিক নয় বলে জানান। তিনি একে গুজব বলে দাবি করেন।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে গিয়ে দেখা যায় ২ লাখ ৫১ হাজার ৬৩ জন উপকারভোগীর (মুক্তিযোদ্ধা) জন্য সম্মানী ভাতা বাবদ ৩৯১ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৮২২ টাকা ছাড় করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এইচ এম মহসীন রেজা স্বাক্ষরিত এই চিঠির স্মারক নং ৪৮.০০.০০০০.০০৬.৫০.০০১.১৯.২৮৩১/১ (১৫), তারিখ ২২ আগস্ট ২০২৪।
‘বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ-২০২০’ অনুযায়ী এই সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।