মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল পটুয়াখালী আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এ্যাডঃ মোঃ সুলতান আহমেদ মৃধা। শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সুবিদখালী সরকারী কলেজ প্রাঙ্গনে রুমে এ অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে প্রধান থাকেন, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এ্যাডঃ মোঃ সুলতান আহমেদ মৃধা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারি, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি মোঃ বারেক সিকদার, কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান আসাদ ও কলেজ ছাত্র লীগের সভাপতি ও সম্পাদক প্রমূখ।