মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ
মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোসাঃ মর্জিনা আক্তার (২১) রহস্য জনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের দাবী মেয়েকে পরিকল্পিত ভাবে মারা হয়েছে । রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ১ টায় মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে৷ মৃত্যু মর্জিনা আক্তার আট নং ওয়ার্ডের মজনু হাওলাদারের মেয়ে৷ পরিবার সুত্রে জানাজায়, মর্জিনা আক্তার ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে বাড়ীতে থাকেন। তাদের আত্মীয় রব সেক্রেটারি মৃত্যু বরন করায় মেয়েকে ঘরে একা রেখে সকাল ৯ টায় তার (মা, বাবা) সেখানে জায়। মজনু হাওলাদার কবর খুরে তার স্ত্রীকে নিয়ে বাড়ীতে আসে দেখতে পায় ঘরের বারান্দায় খাটে মেয়ের মুখ থেকে সাদা লালা বের হয় । তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাত্ক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃতু ঘোষণা করেন। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, মামলার প্রস্তুতি চলছে লাশ মর্গে পাঠানো হবে। এবং তদন্ত চলমান আছে।