মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক গ্রহন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারী ) সকাল ১০ ঘটিকায় দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারী, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, সুবল চন্দ্র দাস – যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, মোঃ আঃ করিম সিকদার – কৃষি বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ এ ছারাও সাধারণ জনগন ছারাও আওয়ামী লীগের অংঙ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খানসহ ইউপি সদস্যরা।পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।