হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ৬ অক্টোবর প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ১২জনকে আটক করে। আটক কৃতদের ১০ জনকে ভ্রম্যমান আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বাকি ২ জনকে নিয়মিত মামলা দেয়া হয়। এবং তাদের কাছ থেকে জব্দকৃত মাছ গরিবদের মাঝে বিতরন করা হয়। এবং কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানায় আটকৃত ১০ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে।