মাগুরা জেলা সংবাদদাতা:
মাগুরা সদরের শত্রুজিৎপুর বাজারে পাট বেচাকেনা নিয়ে ফারুক হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠে। নিহত ফারুকের বাড়ি সদর উপজেলার গোপালগ্রামে।
জানা গেছে, গত ৯ আগষ্ট ফারুকের দোকানের সামনে পাট বেচাকেনা নিয়ে নিহতের ভাই ইমদাদুল ও অভিযুক্ত হাবিবুর রহমানের মধ্যে বাকবিতন্ড হয়। এরই এক পর্যায়ে ঠেকাতে এসে অসুস্থ হয়ে পড়েন ফারুক। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান।
নিহতের পরিবাবের অভিযোগে লাশ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পরে ময়নাতদন্ত রিপোর্ট অনুয়ায়ী জানা যায় যে ব্যবসায়ী ফারুকের হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত হাবিবের পরিবার অভিযোগ করেন, হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ফারুকের পরিবার। তারা মামলায় ন্যায়বিচার আশা করেন।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এঘটনায় মাগুরা সদর থানায় হত্যার অভিযোগ করে নিহত ফারুকের পরিবার। অভিযোগের ভিত্তিতে শত্রুজিৎপুর গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান ও তার ছেলেকে আসামি করা হয়। তবে ময়নাতদন্তে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হার্ট এ্যাটাকে মারা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।