মাগুরা প্রতিনিধি: সারাদেশে মন্দির ও পূজা মন্ডপে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ সহ নির্যাতন ও নিপিড়নের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন কর্তৃক এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের মাগুরা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কুমার কুন্ডু, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল, যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার দত্ত, জেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ ইসকন ভক্তবৃন্দরা। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি যারা দেশের ধর্মীয় বিষয়ের উপর আঘাত সৃষ্টি করছে তাদেরকে কঠিন শাস্তির দাবি জানানো হয়।