মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নিবাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তন কক্ষে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিজয়ী হলেন যারা- ১/মোঃ কবির হোসেন ৩ নং ব্যালটে ৩২১ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ২/ মোঃ আব্দুল মান্নান ৬ নং ব্যালটে ৩১০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ৩/ অনিমেষ চন্দ্র সেন ১নং ব্যালটে ২৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ৪/নিখিল কান্ত ৪নং ব্যালটে ২৪৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ শরিফ হাসান সোহাগ। এছাড়া ২জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২জন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত নির্বাচনে মোট ৯জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।