মতিন রহমান, রিপোর্টার মাগুরা:
মাগুরায় শান্তি ও সম্প্রীতির সমাবেশ করেছে জামায়াত শিবির। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার শত্রুজিৎপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াত আমির অধ্যাপক এম বি বাকের। সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদ আহমেদ।
এছাড়াও শত্রুজিৎপুর ও দক্ষিণ মাগুরা শিবিরের সভাপতি আশিক খান, জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য অধ্যাপক মারুফ, অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক আশরাফুল আলম সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন ভেদাভেদ ভুলে গিয়ে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে চায় জামায়াত শিবির। এজন্য সবাইকে জামায়াতের সঙ্গে যোগ দিয়ে ভালো কাজে সম্পৃক্ত হবার আহবান জানান।