মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
জানা গেছে, এই ওয়ার্ডের সাহেব আলী নামের ইউপি সদস্যের মৃত্যু জনিত কারণে এই উপনির্বাচন হয়। নির্বাচনে তিনজন প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতা হয়।
ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মাগুরা সদর উপজেলার পরিসংখ্যান অফিসার মো. মহিদুল ইসলাম এই প্রতিবেদককে জানান, ২ হাজার মত ভোটের মধ্যে ১৩৮৭ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। এরমধ্যে ইয়ার আলী নামের প্রার্থী টিউবওয়েল মার্কা নিয়ে ৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন তালা মার্কায় ৩৭৭ ভোট ও মিলন বিশ্বাস ফুটবল মার্কায় ৩৭৫ ভোট পেয়েছেন। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং প্রত্যেককে তাদের ভোটের হিসাব বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সরেজমিনে শনিবার সকাল থেকে ভোট গণনার শেষ পর্যন্ত পুলিশ, আনসার সহ ডিবি পুলিশের টহল দিতে দেখা গেছে। বিজয়ী ঘোষণার পরে টিউবওয়েল প্রতীকের কমী সমর্থকদেরকে বিজয় মিছিল দিতে দেখা গেছে।