মতিন রহমান, সিনিয়র রিপোর্টার:
সারাদেশে কর্মসূচি পালনের অংশ হিসেবে মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল, যুবদল, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) মাগুরা সরকারি কলেজের সামনে থেকে মিছিল বের করে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে গোটা শহর এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশ থেকে বক্তব্য রাখেন কোটা বিরোধী আন্দোলনের মাগুরা জেলার সমন্বয়ক মো. শরিফুল ইসলাম, বিএনপি নেতা মনোয়ার হোসেন খানসহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা। এসময় তারা দাবি করেন আন্দোলনের সময় এবং আওয়ামী সরকারের আমলে যত হত্যাকান্ড ঘটিয়েছে তার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার বিচার করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও পুত্র সজিব ওয়াজেদ জয় দেশের বাইরে থেকে এক ভিডিও বার্তায়
১৫ই আগষ্ট শোক দিবস পালনকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সারাদেশে মাঠে থাকা নির্দেশ দেয়। তবে মাগুরায় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের কাউকেই মাঠে দেখা যায়নি।
বৃহস্পতিবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় কোটা বিরোধী শিক্ষার্থী ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। সারাদিনই তাদের এহ কর্মসূচি চলবে বলে জানায় সংগঠনের নেতারা।