মাগুরা প্রতিনিধি।।
বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ৪টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে “বিজ্ঞান উৎসব-২০২৪” অনুষ্ঠিত হয়। বিজ্ঞান উৎসবে ছিল বাঙালি বিজ্ঞানীদের (জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, মেঘনাদ সাহা, জামাল নজরুল ইসলাম) উপর কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমিন ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য জনার্দন দত্ত নান্টু। সভা পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সংগঠক গোলাম পারভেজ।