মাকে একবার দেখতে আদালতে দীর্ঘক্ষন অপেক্ষায় দুই অবুঝ শিশু!
পরকীয়ার জের ধরে ডিভোর্স দেওয়ায় বাবা সোহেলকে হত্যা করলেন মা শিউলী। আইনের কাছে অপরাধী হলেও সন্তানদের কাছে শিউলি একজন মমতাময়ী মা। গতকাল আদালত প্রাঙ্গণে মাকে একটুখানি দেখার জন্য দীর্ঘক্ষন অপেক্ষায় দুই অবুঝ সন্তান।
পরকীয়ার মতো এমন ঘৃণিত ব্যাধী আজ সমাজে মহামারীর মত আকার ধারন করছে। শেষ করে দিচ্ছে অসংখ্য পরিবার। অনিশ্চিত জীবনের মুখে পড়ছে এভাবে হাজারো অবুঝ শিশুর জীবন।
পরকিয়ায় লিপ্ত হওয়ায় বাবাকে হত্যা করলো মা, আর এদিকে মা বাবাকে হত্যার দায়ে জেলে রিমান্ডে। কিন্তু এই অবুঝ মাসুম বাচ্চাগুলোর এখন কি হবে?? তারা আর কোনদিনও বাবার আদর পাবে না কিন্তু মায়ের আদর থেকেও তো বঞ্চিত। সবকিছুই হলো একমাত্র পরকিয়ার জন্য। একটি গটনা কিন্তু শেষ করে দিলো ৪টি মানুষের জীবন। এছাড়া সমাজের কাছে ঘৃনিত হলো দুই পরিবারের অসংখ্য মানুষ। সবকিছুই হলো এক পরকিয়ার জন্য মাত্র। পরকিয়া নামক ঘৃণিত এই ব্যাধি থেকে উত্তরনের উপায় কি ??
কে নেবে এই অবুঝ সন্তানদের দায়িত্ব!!!