নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ভোট কারচুপি’র অভিযোগ এনে একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মোঃ হাসান আলী মন্ডলের কর্মী ও সমর্থকরা। ২৮ শে ডিসেম্বর মঙ্গলবার বিকালে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে একর্মসূচি পালন করেন।
অপরদিকে একই উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণা করায় পরাজিত স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
গত ২৭ ডিসেম্বর সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ বাজারে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি গুরুতর আহত আব্দুল গনি মন্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাড়ী ঘরে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যাক্তিদের গ্রেফতারের দাবীতে ২৮ শে ডিসেম্বর মঙ্গলবার বিকালে শিবগঞ্জ বাজারে উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রনজিত কুন্ডু ও সাধারণ সম্পাদক জার্জিস আলম চৌধুরী সুইটের নেতৃত্বে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।