মাগুরা প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুরের বড়রিয়ায় শতবর্ষী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। এতে ৫টি ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করে। আর এই মেলা চলবে সাত দিনব্যাপী।
খুলনা বিভাগের সর্জবোবৃহৎ এই মেলা দেখতে দর্শনাথীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় হরেক রকম পণ্য মাছ মাংশ শিশুদের খেলনা, নাগরদোলাসহ বিনোদনের অনেক চিত্র দেখা গেছে।
মেলা কমিটির সভাপতি পান্নু মোল্যা জানায় প্রতিবছরের ন্যায় এবারও জাকজমকপূর্ণ মেলা হচ্ছে। আগামীতেও চলবে আশা করি। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে মেলার মাঠে।