ভোলা প্রতিনিধি।
দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে প্রতিবছরের মতো এবারও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, মদনপুর ইউনিয়ন প্রিমিয়ার লীগ গত চার বছর যাবৎ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও চারটি দল নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়। ফাইনালে ওঠে দুটি দল একটি হলো পাটোয়ারী বাজার স্পোর্টিং ক্লাব, অপরটি হলো চরটবগী মদনপুর স্পোর্টিং ক্লাব।আজ দুপুর তিনটায় খেলাটি শুরু হয় প্রথমে ব্যাট করতে নেমে পাটোয়ারী বাজার স্পোর্টিং ক্লাবের সংগ্রহ হয়ে দাড়ায় ৯ উইকেট এর বিনিময়ে ৭৭ রান।জয়ের লক্ষে পৌঁছাতে চরটবগী মদনপুর স্পোর্টিং ক্লাবের সবকটি উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেন এবং তারা পরাজিত হন।১৯ রানে জিতে যায় পাটোয়ারী বাজার স্পোর্টিং ক্লাব।ম্যান অব দ্যা ম্যাচ মোঃ হোসেন, ম্যান অব দ্যা সিরিজ মোঃ শরীফ।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম নাছির উদ্দিন নান্নু মিয়া চেয়ারম্যান মদনপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক মেম্বার, আবদুল কাদের মেম্বার,উপদেষ্টা কমিটির উপস্থিত ছিলেন ইয়ারুল আলম হেলাল মাষ্টার, আলী আজগর।
পরিচালনা কমিটির মোঃ রাজিদুল ইসলাম মমিন মাল এবং ফিরোজ মাহমুদ মহিন মাল।