ভোলা প্রতিনিধি।
ভোলায় নিজের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে কনকনে শীতের গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদ হতদরিদ্র মানুষের মাঝে এবং দু’টি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করলেন স্কুল শিক্ষক ও মেম্বার হেলাল উদ্দিন।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার কোরার হাট, নাছির মাঝি বেড়িবাঁধ এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
হেলাল উদ্দিন শিক্ষকতার পাশাপাশি ভোলার বেশ কয়েকটি সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দাত্বিয় পালন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলে ভোলার সুপরিচিত সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক ও প্রথম আলো বন্ধুসভা ভোলা জেলা শাখার সহ-সভাপতি এবং ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এর ভাইস চেয়ারম্যান হিসেবে সামাজের অসহায় অবহেলিত মানুষ পাশে দাঁড়িয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে হেলাল উদ্দিন বলেন, টাকা খরচ করে বন্ধু-বান্ধব নিয়ে হোটেলে খাওয়ার চেয়ে অসহায়ের মাঝে হাঁসি ফুটানোই আমার লক্ষ।তাই জন্মদিন উপলক্ষে আমার এই ক্ষুদ্র আয়োজন।সমাজের অন্যান্য ব্যক্তিরাও অসহায় শীতার্তদের পাশে দাড়াতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আরিয়ান আরিফ, আর জে শান্ত, মোঃ সোহেল বিশিষ্ট সমাজসেবক মোঃ রাজিদুল ইসলাম মমিন প্রমুখ।