ভোলা প্রতিনিধি।।
উৎসবমুখর পরিবেশে ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুটি প্যানেলে ৮টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২শ ভোটারের মধ্যে ১৯৮ জন ভোটার ভোট প্রদান করেছেন।
নির্বাচনে ৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের আলহাজ্ব এডভোকেট ফরিদুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট স্বপন কৃষ্ণ দে পেয়েছেন ৯৬ ভোট।
১০৮ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এডভোকেট ইউসুফ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের কামাল উদ্দিন সুলতান পেয়েছেন ৬১ ভোট ও ১০৭ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এডভোকেট হাবিবুর রহমান বাচ্ছু।
১১০ ভোট পেয়ে সাধারণ নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্যানেলর এডভোকেট মাহাবুবুল হক লিটু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্যানেলের এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ ৮২ ভোট পেয়েছেন।
সহ সাধারণ সম্পাদক পদে বিএনপি প্যানেলের এডভোকেট ইউসুফ (২) ও এডভোকেট ইফতারুল হাসান শরীফ ৯৫ ভোট করে দুইজনে সমান সমান ভোট পাওয়ায় এডভোকেট ইউসুফ কে সম্মতি দিয়ে সরে দাঁড়িয়েছে এডভোকেট শরীফ।
১১২ ভোট পেয়ে সহ সম্পাদক পদে আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট মওদুদ আলম টুটুল নির্বাচিত হয়েছেন।
১০৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে বিএনপি প্যানেলের এডভোকেট কাওসার আহমেদ বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট সুজন কৃষ্ণ দে পেয়েছেন ৮৯ ভোট।
৯৮ ভোট পেয়ে ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের এডভোকেট তোয়াহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট জাকির হোসেন(২) পেয়েছেন ৯৩ ভোট।
১২২ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্যানেলের এডভোকেট বাবলু হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৮ ভোট এ ছাড়া বিএনপি প্যানেলের এডভোকেট মানজুরুল ইসলাম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট সফিউল্লাহ্ ৫৯ ভোট পেয়েছেন।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১২১ ভোটে এডভোকেট আবুল কাশেম (আওয়ামীলীগ) ১২২ ভোট পেয়ে এডভোকেট সালাউদ্দিন প্রিন্স (বিএনপি) ও ১০৫ ভোট পেয়ে এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী (আওয়ামীলীগ)।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ সামছুদ্দিন।
নির্বাচন কমিশনার দায়িত্বে আলহাজ্ব এডভোকেট নাছির উদ্দিন । এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে।