ভোলা প্রতিনিধি।।
ভোলার মনপুরার বিচ্ছিন্ন দ্বীপ চর নিজাম থেকে সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জন কে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে মনপুরার থানার ওসি সাঈদ আহমেদ এর নেতৃত্বে এস আই খালেক, এসআই ইব্রাহীম, এসআই সুভাষ পাল, এসআই মনিরসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের সাজাপ্রাপ্ত এক নারীসহ ১০ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের চরনিজামের বাসিন্দা।
মনপুরা থানার ওসি সাঈদ আহমেদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আয়েশা নামের এক আসামী সাজাপ্রাপ্ত এবং অন্যদের বিরুদ্ধে একাদিক ওয়ারেন্ট রয়েছে।
আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে চর নিজামের আতঙ্কিত আয়েশা বেগমসহ ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামীকে গ্রেফতার করায় স্বস্তি ফিরে এসেছে বিচ্ছিন্ন চরনিজামে এবং কৃতজ্ঞতা জানিয়েছে মনপুরা থানার ওসিসহ পুলিশ প্রশাসনের প্রতি।