জালিস মাহমুদ, পিরোজপুর:
পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদী ও কঁচা নদীর মোহনায় এমভি টিপু -১২ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
২৮ নভেম্বর (রবিবার) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি ডুবে গেলেও ট্রলারে থাকা ৪ জন যাত্রী সাঁতরে নদী কিনারায় আসতে সক্ষম হন। আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
ট্রলারের যাত্রী মাসুদ জানান, রোববার সকালে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা বাজার থেকে নাজিরপুরের বৈঠাঘাটা উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে আসে। পথে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীতে দেলোয়ার বেপারীর ইট ভাটার কাছে আসলে ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আস যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু -১২ পিছন দিকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এদিকে লঞ্চে যাত্রীদের মধ্যে সুমন লাফিয়ে নদীতে পড়লেও তার পিতা আব্দুর রশিদ এবং আব্দুল কুদ্দুস হাওলাদার গুরুতর আহত হয়। আহত আব্দুল কুদ্দুস হাওলাদারের ডান পায়ের উরুর কাছ থেকে ভেঙ্গে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বেল্লাল হোসেন জানান, রোববার বিকালে লঞ্চ এবং ট্রলারের সংর্ঘষের ঘটনায় ৫ জন রোগী হাসপাতালে আসে এর মধ্যে দুই জনকে আমারা বরিশালে রেফার করি কিন্তু এরই মধ্যে আব্দুর রশিদ নামে একজন রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত আব্দুর রশিদ (৬৫) এর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা গ্রামে।