জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হরিনপালা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছেলের হাতে বৃদ্ধ চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।
১৪ জানুয়ারি (শুক্রবার) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমির হোসেন মাঝি (৭১) বলে জানা যায়। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, জমি নিয়ে চাচা ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধ পূর্ণ জমিতে চাচা আমির মাঝি মাটি কাটতে গেলে ভাইয়ের ছেলেরা বাধা দেয়। এসময় তর্কে বিতর্কের একপর্যায়ে ভাতিজা দুলাল মাঝি চাচা আমির মাঝিকে মারধর করে। এতে আমির মাঝি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, মৃতের লাশ উদ্ধার করে সন্ধ্যায় ভাণ্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় মৃতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।