বেনাপোল প্রতিনিধি:
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৩,৫৭,৭৯০ টাকার ভারতীয় পণ্য আটক করেছে। বেনাপোল যশোর মহাসড়ক এর আমড়াখালী চেকপোষ্ট, ধান্যখোলা ও আন্দুলিয়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল মদ, শাড়ী, কম্বল, তৈরী পোশাক, কিচমিচ,মলম, সহ বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিজিবির অভিযানে এসব পণ্য আটক হয়।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির নিয়মিত অভিযানে এসব পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৩,৫৭,৭৯০ টাকা।
তবে বেনাপোল চেকপোষ্টে ভারত থেকে আগত একাধিক পাসপোর্ট যাত্রী জানান, তাদের ল্যাগেজ সুবিধা মোতাবেক পণ্য নিয়ে বাংলাদেশে আসে। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এটা যাচাই বাছাই করে দেখে তাদের ছাড়ে। ল্যাগেজ বহির্ভুত পণ্য হলে কাস্টমস সেগুলো আটক বা ডিএম করত । তারা ছেড়ে দেওয়ার পর বেনাপোল চেকপোষ্ট বিজিবি ও আমড়াখালী বিজিবি এসব পণ্য আটক করে।
ভারতীয় পাসপোর্ট যাত্রী অরিন্দম মুখার্জি জানান, আমি ভারত থেকে একটি কম্বল ও কয়েকটি ছোনপাপড়ি নিয়ে যশোর আমার এক আত্নীয়র বাড়ি যাওয়ার পথে আমড়াখালী নামক বিজিবির চেকপোষ্টে তার কম্বল রেখে দেয়।