মাগুরা প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতিদিনই চলছে নির্বাচনী জনসভা এবং প্রার্থীদের ভোট প্রার্থনা। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী আসনের এলাকাগুলোতে। বইছে নির্বাচনী উৎসবের আমেজ।
সেই ধারাবাহিকতা মাগুরা-২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার তার নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। সোমবার বিকালে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামে আওয়ামীলীগের উদ্দোগে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় ড.শ্রী বীরেন শিকদার প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। সেইসাথে তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। বীরেন শিকদার বলেন, যে সব জায়গায় কিছু কাজ এখনও অসম্পন্ন রয়েছে সেগুলো আগামীতে অবশ্যই সম্পন্ন করা হবে। তিনি তার বক্তব্যে আরো বলেন, গোপালগ্রাম ইউনিয়নে আগামীতে রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কাজ করা হবে। বীরেন শিকদার যা বলে তা করে দেখায়। তাই আসছে সাত জানুয়ারি নৌকা মার্কায় ভোট চান তিনি।
ড.শ্রী বীরেন শিকদার আওয়ামীলীগ দলীয় মাগুরা-২ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে একবার তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার পঞ্চম বারের মত নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি।
এসময় গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ নেতা, আমীর ওসমান রানা, শেখ রেজাউল ইসলাম, চন্দনসহ অন্যান্যরা। এছাড়াও আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।