জালিস মাহমুদ, পিরোজপুর
গত ১৩ আগস্ট পিরোজপুরের নাজিরপুর গোপালগঞ্জ সড়কের কবিরাজ বাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মসিউর রহমান রাজিবের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের উদ্যোগে পিরোজপুরে সংগঠনের হলরুমে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজিবের পিতা পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী মজিবর রহমান, অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, উপাধ্যক্ষ লুৎফর রহমান সহ ক্লাবের অন্যান্যরা।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা মইনুল আহসান মুন্নার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন- আফজাল হোসেন লাভলু,খালেদা আক্তার হেনা,খালিদ আবু প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,গত ১৩ অক্টোবর পিরোজপুরের নাজিরপুর গোপালগঞ্জ সড়কের কবিরাজ বাড়ি এলাকায় ঈমাদ পরিবহনের একটি বাস ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মসিউর রহমান রাজীব ও ভ্যান চালক মারাত্মক আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ নেওয়ার পথে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।