ঢাকা জেলা প্রতিনিধি –
ঢাকার ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দির এর নাট-মন্দির প্রাঙ্গণে অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৯ই জানুয়ারি -২০২২ খ্রীস্টাব্দ) বিকাল সাড়ে চার ঘটিকার সময় জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি সেবা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ নন্দলাল সূত্রধর এর সহধর্মিণী ডাঃ রুমা ভৌমিক নিজস্ব উদ্যোগে এতদ্ অঞ্চলের হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ’সময় জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি সেবা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও বিশিষ্ট সমাজ সেবক -ধর্মানুরাগী ডাঃ নন্দলাল সূত্রধর এর সহধর্মিণী ডাঃ রুমা ভৌমিক বলেন সমাজের অবহেলিত হতদরিদ্র পরিবারের মানুষ যাতে শীতে কষ্ট না পায় তার জন্য আমার এ’খুদ্র প্রয়াস। শীতার্ত পরিবারের প্রতি আমার এ’উদ্যোগ অব্যাহত থাকবে। আমার সীমিত সাধ্যের মধ্য থেকে শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে। এ’সময় শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন কর্মকর্তা ও মন্দিরে কর্মরত কর্মকর্তা -কর্মচারীগন ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।