দীর্ষ ১৫ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মাঝে উৎসব আমেজ, সকাল থেকেই সরব হয়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মুখরিত সকল শিক্ষা প্রতিষ্ঠান, তবে করোনার কারনে শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন না হওয়ার আতঙ্কে রয়েছে অভিবাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা কাসে ঢোকার আগেই শরীরের তাপমাত্রা, সাবান দিয়ে হাত ধোয়া ও ব্লিসিং পাউডার মেশানো পানিতে পা ধুয়ে কাসে ঢোকা সহ নানা কর্মসূচী নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বরিশালের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে এডভোকেসি এবং ওরিয়েন্টেশস শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহফুজ উল আলম (লিটন), বরিশাল জেলা তথ্য অধিদপ্তরের পরিচালক জাকির হোসেন, ও আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।