গৌরনদী প্রতিনিধি \
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং উপ-নির্বাচনের মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়া।
রোববার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন তারা। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জিয়ারতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন প্রমূখ।