নিজস্ব প্রতিনিধিঃ
“ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম”- এর আওতায় ডিজিটাল প্রযুক্তি বিয়ষক প্রশিক্ষণ মডিউল ও ম্যানুয়াল প্রণয়ন কর্মশালা শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশে ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই)’র আয়োজনে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোঃ সিরাজুল ইসলাম।
কর্মশালায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ৫০ জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।