দলের চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি চলছে। কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা নয়াপল্টন অভিমুখে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনের অভিমুখে আসতে দেখা যায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড়, ফকিরাপুলসহ আশাপাশের এলাকায় অবস্থান নিয়েছেন কর্মসূচিতে যোগ দিতে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা অনতিবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
এদিকে গণঅনশন কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড়, নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই ওই এলাকার প্রতিটি মোড়ে বিভিন্নজনকে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়তে দেখা যায়।
কর্মসূচিতে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, অঙ্গ সংগঠনের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, ফজুলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, আনোয়ার হোসেন, সাদেক খান, রফিকুল ইসলাম মাহতাব, আব্দুর রহিম, হেলাল খান ও জাকির হোসেন রোকন প্রমুখ।
২০ দলীয় জোট নেতাদের মধ্যে জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও জাতীয় পার্টির লিংকন প্রমুখ উপস্থিত রয়েছেন।
সকালে স্বাগত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল শান্তিপূর্ণভাবে গণঅনশন কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।