বাবুগঞ্জ প্রতিনিধিঃ
রহমাতু্ল্লাহ রুবেলঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদার পুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের কাশ্মীর নামক স্থানে গত ১২/০১/২২ ইং তারিখ গভির রাতে নৃশংসভাবে হত্যা করে নিজ বাড়ী থেকে প্রায় ৩০০ ফুট দুরে নদীর মধ্যে ফেলে রাখা মরিয়মের হত্যাকরীদের গত ৪৮ ঘন্টার মধ্যে বাবুগঞ্জ থানার ওসি মহাদয়ের তদারতিতে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন।। এ ঘটনায় মৃত মরিয়মের (৪৩) ছেলে মোঃ ইমরান হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে বাবুগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ১৩/০১/২২ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পিসি রুজু করা হয়। এর পর পর ই শুরু হয় প্রশাসনের শ্বাসরুদ্ধকর অভিযান এবং অবশেষে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন বাবুগঞ্জ থানা প্রশাসন। এ বিষয় ১ নং আসামি শ্রী শয়ন শীল (১৯) পিতাঃ নরেন শীল এবং ২ নং আসামি মোঃ সুমন ফকির (৩৫) পিতা আতাহার ফকির।। এ বিষয় বাবুগঞ্জ থানা কর্তৃপক্ষ একটি প্রেস ব্রিফিং করেছেন তাতে দেখা যায় আসামিরা ঘটনাটি পূর্ব পরিচয়ের সূত্র ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক মৃত মরিয়মের (৪৩) বসত ঘরে প্রবেশ করে এবং তাকে জোর পূর্বক যৌন নির্যাতন করা হয়। অতপর তাকে ঘরের বাহিরে নিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করা হয়। উল্লেখ্য এই খবর লেখার পূর্বে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।।